মতলব উত্তরে অবৈধ চায়না রিং চাই জাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন বেলতলি ফাঁড়ির নৌ-পুলিশের সহযোগিতায় মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) অভিযান পরিচালনা করে ২০টি চায়না রিং চাই জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে অভিযান চলাকালে নদী থেকে ২০ টি চায়না রিং চাই/জাল জব্দ করে। যার মূল্য এক লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ জাল ও চায়না রিং চাই/জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

Share