মতলব উত্তরে অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

মতলব উত্তরে এমএমবি (মতিন-মনোয়ার (ব্রীকস) ইট ভাটায় হানা দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্ল্যাহ নেতৃত্বে ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভাটা মালিক কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের কোন অনুমতিপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। ভাটায় ইট ভাটা প্রস্তুত, ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করে। ১৫দিনের মধ্যে কাগজ পত্রাদি প্রদর্শন স্বাপেক্ষে লিখিত মুচলেকা দেয় মালিক পক্ষ।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে ইট ভাটা গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের আদেশ অনুযায়ী এসব ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন না করার আইন রয়েছে। কিন্তু কিছু লোক এই আইন না মেনে তাদের ইট ভাটা চালিয়ে যাচ্ছে। আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শিগরিই অবৈধ ইট ভাটা স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে স্থাপন করা ইট ভাটা সরিয়ে দেওয়ার জন্য অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, উপজেলাধীন ১৩ টি ব্রিকস ফিল্ড রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Share