চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়েছে । রবিবার (২৯ জুন) সকাল ৯ টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর জহিরাবাদ, এখলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ গুলো জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,মৎস্য রক্ষা অভিযানে মেঘনা নদীর জহিরাবাদ, এখলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়। জব্দকৃত চায়না দুয়ারী চাঁই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৪৫ টি চায়না দুয়ারী চাই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক,৩০ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur