নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার শিকিরচরে স্থাপিত বাতিঘর ‘আমাদের পাঠাগারের’ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সাঁতার প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,একুশে ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঢাকা মহানগর বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান কবির।
স্বাগত বক্তব্য রাখেন,আমাদের পাঠাগারের প্রতিষ্ঠা লেখক হুমায়ুন কবীর ঢালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিসর্গি কবি বিপ্রদাশ বড়–য়া, কবি আসলাম সানী,কবি হাসনাত আমজাদ, কবি সোহেল মল্লিক,লেখক শাহনেওয়াজ চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদ উল্যাহ প্রধান, সাংবাদিক কামরুজ্জামান হারুন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ কামাল হোসেন খান,আমাদের পাঠাগারের সভাপতি মোঃ নুরুজ্জমানান মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বেপারী,আ’লীগ নেতা আঃ সালাম খান (সালামত), আমাদের পাঠাগারের সাবেক সভাপতি বদিউল আলম,ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান বেপারী প্রমূখ।
অনুষ্ঠানে আমাদের পাঠাগারের শ্রেষ্ঠ ৩জন পাঠককে,সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী ৩জন এবং উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বইসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এরপর আমাদের পাঠাগারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur