চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইসিডিডিআরবিতে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ২৯ জনই সুস্থ্য হয়ে বাসা/ বাড়ীতে পৌঁছেছেন। তাদের৷ মধ্যে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন।
চাঁদপুর টাইমসকে বিষয়টি আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) মতলব কার্যালয় নিশ্চিত করে জানায় হাসপাতালের ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। এদের মধ্যে ডাক্তার, কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বজনসহ ২৯ জনের দেহে করোনা পজেটিভ সংক্রমণ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ্য হয়েছেন।
এখানে ২৯ জন করোনা আক্রান্তের মধ্যে ১১ জন স্টাফ ও বাকি ১৮ জন তাদের আত্মীয়-স্বজন। স্বাস্থ্যবিধি মেনে সবাই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ্য রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল চাঁদপুর টাইমসকে বলেন, ওই হাসপাতালের যে সকল কর্মকর্তা ও কর্মচারী ও স্বজনদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, চিকিৎসা শেষে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বর্তমানে তারা সবাই সুস্থ্য আছে। তাদের অনেকেই আবার কর্মস্থলে যোগদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক চাঁদপুর টাইমসকে বলেন, করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই আমরা সতর্ক ছিলাম। গত ১৪ এপ্রিল আইসিডিডিআরবি’ র একজন চিকিৎসকের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। তবে আক্রান্ত ১শ ছাড়ালেও এখনো শনাক্ত কেউ মারা যায় নি। করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম সকলের প্রশংসা কুড়িয়েছে। ওই হাসপাতালের আক্রান্ত সবার সুস্থতার খবর শুনে ভালো লেগেছে।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৪ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur