Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ৭ বছরের শিশু শ্লীলতাহানির শিকার
শিশু

মতলবে ৭ বছরের শিশু শ্লীলতাহানির শিকার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সকালে আরবী পড়তে গিয়ে হুজুরের লালসার শিকার হয়েছে ৭ বছরের এক শিশু।গত বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া (৫০) এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মাইন উদ্দিন প্রধানীয়া কাশিমপুর গ্রামের মৃত বন্দে আলী প্রধানের ছেলে এবং শিশুটি একই এলাকার এক প্রবাসীর কন্যা।

এলাকাবাসী ও মামলার এজাহারের মাধ্যমে জানা গেছে,গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টায় কাশিমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাইন উদ্দিন প্রধানীয়ার নিকট অন্যান্য দিনের ন্যায় আরবী শিখতে যায় ৭ বছরের শিশু কন্যা। মসজিদের বারান্দায় অন্যান্যদের সাথে সেও আরবি পড়ছিল।পড়ার মাঝখানে ওই শিশুকে ডেকে নিয়ে যায় হুজুরের রুমে।সেখানে নিয়ে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে শ্লিলতাহানির চেষ্টা করলে সে দৌড়ে গিয়ে তার মাকে জানায়।

তার মা সাথে সাথে মসজিদ কমিটির নিকট সুষ্ঠু বিচার দাবী করেন।এদিকে বিচারের আগেই মসজিদের ইমাম পালিয়ে যায়।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ জুলাই ২০২৫