চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর ২৬ অক্টোবর বুধবার দুপুরে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন ভোকৃতা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আমেনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা,জয় ফার্মেসীকে ৫ হাজার টাকা, বকাউল ফার্মেসীকে ৫ হাজার টাকা মেডিসিন পয়েন্টকে ১০ হাজার টাকা এবং শ্রী কৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় মতলব দক্ষিণ থানার পুলুশ ফোর্স উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ অক্টোবর ২০২২