চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঢালীকান্দি গ্রামের মৃত জালাল উদ্দিন প্রধানের ছেলে মো. আলাউদ্দিন প্রধান গত ১৮ জুন সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পরিবারের দাবি তার বয়স অন্তত ৮০ বছর।
উপজেলার বিভন্ন স্থানে এবং তার আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। গত ৫ দিন যাবত সে নিখোঁজ রয়েছে।
হারিয়ে যাওয়া সময় পরনে ছিলো লুঙ্গি ও পাঞ্জাবি। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। শারীরিক গড়ন হালকা শারিরীক গড়ন। চুলের ও ধরন- সাদা ও খাট। গায়ের রং-শ্যমলা,মুখমন্ডল-গোলাকার, চোখের বর্ন- কালো, সে লেখাপড়া জানে না।
এব্যাপারে তার ছেলে মোঃ জয়নাল আবেদিন মতলব থানায় এ সর্ম্পকে একটি সাধারণ ডায়েরি করেছেন। নং ৭১০,তারিখ-২০-০৬-২০১৭।
কেউ তার কোনো সন্ধান পেলে মো. কামাল হোসেন খান, মোবা-০১৮১৮০০৩৯২০,মোঃ আবুল হোসেন,মোবাইল-০১৮১৯১৬১০২৭, নাজমুল হোসেন-০১৬১৫৭৪১৩৩৬ নাম্বারে যোগাযেগের জন্য অনুরোধ করা হলো।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪০ পিএম, ২১ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur