চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপি উপজেলা উন্নয়ন মেলা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, পল্লী বিদ্যুতের মতলব জোনাল অফিসের ডিজিএম দিলীপ চৌধুরী, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সোনালী ব্যাংকের ম্যানেজার মানিক সরকার, পূবালী ব্যাংকের ম্যানেজার বিউটি রানী দাস, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ শাহজালাল, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ লোকমান হোসেন, উপজেলা সমবায় অফিসার মুখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুধীর চন্দ্র সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সুধীজন। সভায় উপজেলা পরিষদ চত্ত¡রে মতলব দক্ষিণ উপজেলা উন্নয়ন মেলা সুষ্ঠ ও সুন্দরভাবে করার জন্য বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
আগামী ১১ জানুয়ারি থেকে মেলা শুরু হবে ও ১৩ জানুয়ারি মেলা সম্পন্ন হবে।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ