চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে সোমবার (১৮ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
তন্মধ্যে চেয়ারম্যান পদে ২জন ও সাধারণ মেম্বার পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। চেয়ারম্যান পদে যাঁরা প্রত্যাহার করেছে তারা হলো- নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (আ’লীগ বিদ্রোহী) ও উপাদী দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (আ’লীগ বিদ্রোহী)।
সাধারণ কাউন্সিলর পদে যারা মনোনয়পত্র প্রত্যাহার করেছে তারা হলো- ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ মেম্বার মোঃ কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে মোঃ আবুল খায়ের, ৭নং ওয়ার্ডে মোঃ আঃ লতিফ। ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১নং ওয়ার্ডের সাধারণ মেম্বার মো. জামাল পাটওয়ারী, মো. জাহাঙ্গীর সওদাগর, ৪নং ওয়ার্ডে আঃ আজিজ, অলি উল্যাহ, মোঃ দেলোয়ার হোসেন সাঈদী, ৮নং ওয়ার্ডে মোঃ আলী আর্শ্বাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে। ৫নং উপাদী উত্তর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে সাধারণ মেম্বার প্রার্থী মোঃ খলিল মিজি মনোনয়নপত্র প্রত্যাহারা করে। ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে ৭নং ওয়ার্ডে সাধারণ মেম্বার প্রার্থী মোঃ মোস্তফা কামাল, ৮নং ওয়ার্ডে মোঃ শাহআলম মিজি মনোনয়নপত্র প্রত্যাহার করে।
১৯ এপ্রিল প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং ৭মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
করেসপন্ডেন্ট : আপডেট ১১:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur