মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার বাবুরপাড়া- ডিংগাভাঙ্গা সড়কে মঙ্গলবার ২৪ অক্টোবর দুপুরে সিএনজি দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ৪জন।
আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালসূত্রে জানা যায়, উপজেলার পৈইলপাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী হালিমা (৩০) ও একই গ্রামের সফিকের স্ত্রী সালমা (২৫) ও তার ছয়মাস বয়সী শিশুপুত্র জুনায়েদকে নিয়ে সিএনজি যোগে মতলব বাজারে আসছিলো।
পথিমধ্যে বাবুরপাড়া মিজি বাড়ির সামনের ব্রীজ পাড় হতেই রাস্তার ধারে থাকা একটি গরু হঠাৎ দৌড়ে এসে সিএনজির সাথে ধাক্কা খায়। এতে সিএনজি চালক জাহাঙ্গীর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে আশ পাশের লোকজন আহতদের উদ্বার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/palash-roy.jpg” ] প্রতিবেদক- পলাশ রায়, মতলব পৌর করেসপন্ডেন্ট [/author]