মতলব উত্তর

মতলবে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ আহত ৬

মতলব উত্তর উপজেলার মতলব-শ্রী রায়েরচর সড়কের সাহেব বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) ৬জন আহত হয়েছে।

আহতরা হলো- মতলব উত্তর উপজেলার উদ্দমদী গ্রামের সামছুন নাহার (৫০), সিএনজি চালক আ. রশিদ (৩০), লুধুয়া গ্রামের রাজীব (২৫), মতলব দক্ষিণ উপজেলার শাওন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী ঢাকিরগাঁও গ্রামের মেহেদী হাসান শাওন (২৮), চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের রাজীব (২৫)।

আহতদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে।

তন্মধ্যে সামছুন নাহারকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল ও আহতদের সূত্রে জানা যায়, মতলব ফেরীঘাটের উত্তর পাড় থেকে শ্রী রায়ের চরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি স্কুটার সাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের চাকা ব্রাষ্ট হয়ে সিএনজির সাথে ধাক্কা লাগে।

এ সময় সিএনজি স্কুটারটি উল্টে গিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয়।

করেসপন্ডেন্ট মতলব উত্তর
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পিএম, ১৮ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Share