Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক গুনাবলী শীর্ষক সভা
ফাউন্ডেশনের

মতলবে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক গুনাবলী শীর্ষক সভা

মতলব উত্তরে “আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারন করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে তরীকার প্রয়োজনীয়তা, মানবিক গুনাবলী ও নৈতিকতা উন্নয়নে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, ও সমাজ সমাজ সেবক, শিক্ষানুরাগী, সাহ সূফী আলহাজ্ব এবিএম নাছির উদ্দীন সরকার।

বিশেষ অতিথির বক্ততা (মোবাইল যোগে) করেন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নব মুসলিম ড. সিরাজুল ইসলাম সিরাজী, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি জিএম ফারুক, সহ সভাপতি মোজাম্মেল হক, মাইন উদ্দিন চৌচির, সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন। সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের পরিচালনায় ও সাধারণ সম্পাদক বশির ঢালীর পরিচালনায় আরো বক্তৃতা করেন এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমান উল্লাহ মাস্টার, সমাজ সেবক আবু তাহের, মোরশেদ আলম, সৎ সঙ্গ ফাউন্ডেশনের ষাটনল ইউনিয়ন যুব ফোরামের সভাপতি রনি সরকার, সিনিয়র সহ সভাপতি সবুজ বেপারি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মানুষ হেদায়েতের অন্যতম পন্থা হচ্ছে রকীকা। তরীকা মোতাবেক চল্লে সৎ ও সঠিক পথ খুজে পাওয়া যায়। তাই তরীকার কোন বিকল্প নেই। মানুষ সৃস্টির সেরা জীব। তাই মানুষের গুনাবলীও সৃষ্টো হওয়া প্রয়োজন।সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সমর্থ অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়াতে হবে। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার।

নিজস্ব প্রতিবেদক, ২৮ মে ২০২২