মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু ইউসুফ কাজীর সাথে নব্য যোগদানকৃত নার্সদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ডাঃ আবু ইউসুফ কাজী বলেন, দুর্যোগ ব্যবস্থপনায় আমরা দেশের এক নম্বর স্থান অর্জন করেছি। এছাড়াও আমরা চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হবো। আমাদের হাসপাতালের উন্নয়ন কাজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির সহযোগীতায় দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি নবাগত নার্সদের উদ্দেশ্যে বলেন, সকল রোগীকে আত্মার আত্মীয় হিসেবে গণ্য করতে হবে। তাহলেই সেবা দেওয়ার মন মানসিকতার উন্নয়ন ঘটবে। মনে রাখবেন উপজেলার ৫ লাখ মানুষই আপনাদের আত্মীয়। আপনাদের কাছে দেশ ও দেশের মানুষের অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। আপনারা আজ থেকে মৃত্যু পর্যন্ত সেবার দরজা খোলা রাখবেন। তাহলেই মানুষের প্রতি মায়া মমতা বেড়ে ওঠবে। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রোকেয়া ফরাগ, নবাগত নার্স নাহিদা আক্তার, সোনিয়া আক্তার, আছমিনারা আক্তার, নাজমুন্নাহার, শামীমা নাসরিন, শিল্পী আক্তার, রাবেয়া আক্তার মুন্নি, নাছরিন আক্তার, মোসা: রেহানা আক্তার, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নবাগত নার্স যোগদান করেন। সকলের স্থায়ী ঠিকানা মতলব উত্তর উপজেলায়। এ স্বাস্থ্য কমপ্লেক্সে সকলের প্রথম কর্মস্থল।
খান মোহাম্মদ কামাল ।। আপডটে, বাংলাদশে সময় ০৪ : ৯০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার
ডিএইচ