মতলবে স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় প্রতিবাদসভা

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামের হাজী মার্কেট সংলগ্ন ঢালী বাড়িতে জনৈক ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা ঘটনায় বিচার চেয়ে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। বুধবার (২০ এপ্রিল) বিকালে হাজী মার্কেটে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ প্রতিবাদ সভা আয়োজন করে।

উপাদী উত্তর ইউনিয়ননের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মোশারফ হোসেন প্রধানে সভাপতিত্বে সমাজসেবক বিল্লাল পাটোয়ারীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মোয়াজ্জেম হোসেন মজুমদার, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মো. ইয়াছিন প্রধান, ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আবুল কাশেম, সমাজসেবক কাজী ওয়ালীউল্লা দেওয়ান, ইউনিয়ন আ’লীগ নেতা আবু সায়েম প্রধান, সমাজসেবক মো. বিল্লাল হোসেন ফরাজী, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ইউসূফ মাস্টার প্রমুখ।

এ সময় বক্তারা নওগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানীর চেষ্টা ঘটনায় দায়ী বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এছাড়াও বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল দুপুরে নওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ওই স্কুল ছাত্রী বাড়ী ফেরার পথে জনৈক দুবৃত্তরা তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে।

পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

: আপডেট ১১:২৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ

Share