সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ভ্রাম্যমান মেডিক্যাল টিম আজ শুক্রবার ২২ মে দিনব্যাপী মতলবের উত্তরে ছেংগাচর ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় জনসাধারনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেজর ওয়াসিম আকরামের নেতৃত্বে ৬ সদস্যের মেডিক্যাল টিম সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন বয়সের সকল ধরনের রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র ও বিনামুল্যে ঔষধ প্রদান করেন। এ সময় করোনা সচেতনতামূলক লিফলেট ও পরামর্শও প্রদান করা হয়।
৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হুদা খান জানান, কোভিড-১৯ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সহয়তার অংশ হিসেবে সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৮টি মেডিক্যাল টিম দায়িত্বপূর্ণ জেলাসমূহের বিভিন্ন এলাকায় এই চিকিৎসা সেবা প্রদান করছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও আহতদের মাঝেও চিকিৎসা সেবা দিচ্ছে এ টিমের সদস্যগন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২২ মে ২০২০