শিক্ষাঙ্গন

মতলবে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বুধবার (৪ এপ্রিল) মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৩ টি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের ১ শ’৩৫ জন ছাত্র ছাত্রী এতে অংশগ্রহণ করে। প্রত্যেক প্রতিষ্ঠান থেকে (প্রতিটি বিষয়ে ১ জন) ৪ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়।

মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আ.রহিম খান।

এ সময়্ উপস্থিত ছিলেন মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বোরহান উদ্দিন খান,মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কবির হোসেন,মতলবগঞ্জ জে,বি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান।

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১শ’৩৫ জন প্রতিযোগির মধ্যে ৪টি ক্যাটাগরিতে ১২ জন বিজয় লাভ করে। তারা হলেন ভাষা সাহিত্য বিষয়ে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. আশলিম ইসলাম (বাঁধন), দশম শ্রেণির ইসতিয়াক আহম্মেদ ও মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো.সিয়াম।

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে বিজয়ীরা হলেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, নবম শ্রেণির ছাত্রী সামিয়া ফেরদৌস রুপু ও মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহিব আহমেদ চৌধুরী, গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ীরা হলেন মতলবগঞ্জ জে,বি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. আলিম খান নাঈম ।

দশম শ্রেণির ছাত্র একান্ত চন্দ্র দাস ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস হৃদ্যি, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ীরা হলেন বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার সেতু।

প্রসঙ্গত,১২ জন বিজয়ী শিক্ষার্থী চাঁদপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৮ :০০ পিএম,৪ এপ্রিল ২০১৮,বুধবার
এজি

Share