Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ‘সার্কুলার মেথডে’ ধানের ক্রপ কাটিং ও নবান্ন উৎসব
Math day dhan

মতলবে ‘সার্কুলার মেথডে’ ধানের ক্রপ কাটিং ও নবান্ন উৎসব

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে সার্কুলার মেথডে ধানের ক্রপ কাটিং মাঠ দিবস বুধবার (৬ ডিসেম্বর) বিকালে ইসলামাবাদ ইউনিয়নের লামচরি গ্রামের মো.মজনু মিয়ার জমিতে অনুষ্ঠিত হয়েছে।

সার্কুলার মেথডে হেক্টর প্রতি ফলন নির্ধারণ করা হয়।

এরপর লামচরি গ্রামের কৃষক মো.হাবিব উল্লাহর উঠানে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট এর ‘মানসম্মত ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা’ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.সালাউদ্দিন। স্থানীয় ইউপি সদস্য মো.মনির হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.সায়েদুল আলম,কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো.শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.তাফাজ্জল হোসেন,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নয়ন চন্দ্র দাস, মো.আব্দুর রউফ, মো. সালাউদ্দিন,মো. খায়রুল বাসার, স্বপন চন্দ্র দাস, সাদেকুর রহমান রিজন, ইমরান হোসেন, কিরন শিকদার, আব্দুস সামাদ, আঃ শহীদ, শরীফুল ইসলাম,কামরুজ্জামান,মো. সফিউল্লাহ, মো.সালাউদ্দিন মিয়াজী, শাহানাজ পারভীন, আঁখি আক্তার, আঞ্জুয়ারা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মজানুর রহমান, ইউপি সদস্য আলী হোসেন’সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী।

আলোচনা সভা শেষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নবান্ন উৎসব ১৪২৪ বাংলা অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবে স্থানীয় কৃষক মো.হাবিবুর রহমানের সহযোগিতায় তৈরিকৃত হরেকরকম পিঠা খাওয়ানো হয়।

প্রতিবেদক-
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ