মতলবে সাংবাদিক মাহফুজ মল্লিকের জন্মদিন পালিত

মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দৈনিক ইলশেপাড় এবং চাঁদপুর টাইমসের মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিকের৷ ৫০ তম জন্মদিন পালিত হয়েছে। গত ১ অক্টোবর রবিবার রাত ৮টায় মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারে ফুলেল শুভেচছা বিনিময় ও কেককাটার মধ্যে দিয়ে এক আনন্দঘন পরিবেশে সাংবাদিক মাহফুজ মল্লিকের জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সারোয়ার সরকার লিখন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মনিরুজ্জামান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোবহান ফারুক, মতলব প্রেসক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন,সাংবাদিক শ্যামল ভট্টাচার্য, ব্যবসায়ী আবু সামা, দীপু প্রধান,মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের গ্রাফিক্স ডিজাইনার মেহেদী হাসান ও ম্যানেজার রোমান প্রমুখ। সাংবাদিক মাহফুজ মল্লিক বলেন,যারা আমার জন্মদিনে ফেইসবুক,মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টেলিফোনের মাধ্যমে এবং দোয়া করেছেন শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

মতলব প্রতিনিধি, ২ অক্টোবর ২০২৩

Share