চাঁদপুরের মতলব উত্তরে ক্রকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে সহপাঠির ব্যাটের আঘাতে নাম মো. জালাল উদ্দিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোর জালাল উপজেলার হাজীপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে জালাল উদ্দিন মাদ্রাসার মাঠে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে তার সহপাঠী রিয়াদের সাথে খেলা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এসময় রিয়াদ ক্ষুব্ধ হয়ে মহিউদ্দিনের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে। তাতে গুরুতর আহত হয় মহিউদ্দিন।
সন্ধ্যায় তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাতে সে মারা যায়।
পরে মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠিয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর থেকে নিহত কিশোরের বন্ধু রিয়াজ পলাতক রয়েছে।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur