মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনায়েতনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি(স্বাস্থ্যকর্মী) রাশেদুজ্জামান সবুজ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
১৮ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার সময় ঢাকার মহাখালি আইসিডিডিআরবি হাসপাতালে করোনায় পজেটিভ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি… রাজিউন)। সে উপজেলার লুধুয়া গ্রামের রুহুল আমিন পাটোয়ারির বড় ছেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর। রাশেদ সাড়ে ৪ মাস বয়সী এক সন্তানের জনক। মৃত্যুকালে রাশেদ সাড়ে ৪ মাস বয়সী তার এক শিশুসহ স্ত্রী, বাবা-মা,২ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
১৯ জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর মতলব উত্তর উপজেলার লুধুয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলার সিএইচসিপি রাশেদুজ্জামানকে লুধুয়া কেন্দ্রয়ীয় কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানাযায়, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন এনায়েতনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাশেদুজ্জামান সবুজ করোনায় আক্রান্ত হয়ে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর চঁাদপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তার অবস্থা আশঙ্কাজনক দেখে গত (৩০ ডিসেম্বর) ঢাকার মহাখালি আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হন। এ হাসপাতালে ২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ জানুয়ারি সোমবার রাত ১১ টা ৩০ মিনিটের সময় সে মাত্র সাড়ে ৪ মাস বয়সী তার একমাত্র ছেলে সন্তান,স্ত্রী ও বাবা-মাকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তার এই মৃত্যুতে তার পরিবার, স্বাস্থ্যকমপ্লেক্স, বন্ধুমহল,তার রাজনৈতিক সংগঠন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জানাজা নামাজের পূর্বে প্রয়াত রাশেদুজ্জামান সবুজের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (শিশু) ডা.মোঃ ইসমাইল হোসেন,মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু,সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, বিএনপি নেতা তোফায়েল পাটোয়ারী, ইকবাল হোসেন সরকার,মোঃ শাহিন সরকার ও জেলা সিএইচসিপি’র সভাপতি প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় তারা রাশেদুজ্জামানের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার বাবা রুহুল আমিন পাটোয়ারী নিজ সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া চান।
এদিকে জানাজা নামাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মোঃ নাইমুল ইসলাম মুয়াজ, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা.মোঃ জাবেদ ইকবাল (রিয়াদ), স্বাস্থ্য পরিদর্শক মোঃ খরিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাবেক সভাপতি,ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী-পেশার লোক,স্বাস্থ্য সহকারী,সিএইচসিপি, বন্ধুমহল, উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক,১৯ জানুয়ারি ২০২১