Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সনাতন সম্প্রদায়ের মাঝে ভয়েজ ফর জাস্টিসের সহায়তা প্রদান
সনাতন

মতলবে সনাতন সম্প্রদায়ের মাঝে ভয়েজ ফর জাস্টিসের সহায়তা প্রদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সনাতন সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যেগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, উপদেষ্টা সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম। এসময় সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সনাতন সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত পরিবারের শতাধিক পরিবারের প্রত্যেককে ৫ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনসহ অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ সেপ্টেম্বর ২০২৪