Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে শিশু, গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিসভা
motlob-uttor

মতলবে শিশু, গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিসভা

চাঁদপুরের মতলব উত্তরে ১৭ই মার্চ জাতীয় শিশু ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, ডাঃ মো. জয়নাল আবেদীন, ভেটেরিনারী সার্জন ডাঃ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ কাজী ওয়াহিদ, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েদুল আলম, ছেঙ্গারচর বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ইয়াছিন খান প্রমুখ।

সভায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস-২০১৮, ২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৮ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদ্যাপনকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ও সিদ্ধান্ত গ্রহণ হয়।

খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ৯:১৫ পিএম, ১১ মার্চ ২০১৮, রোববার
ডিএইচ