মতলব উত্তর

মতলবে শিশুর শ্লীলতাহানি : ৩ মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত

চাঁদপুরের মতলব উত্তর থানায় মামলা দায়েরের ৩ মাস পার হলেও এখনো গ্রেফতার হয়নি শ্লীলতাহানিতে অভিযুক্ত আমির হোসেন ওরফে আমু। এতে হতাশ হয়ে পড়েছেন ভিকটিমের পরিবার। যদিও পুলিশের দাবি তারা আসামি ধরতে সর্বাত্বক চেষ্টা অব্যহত রেখেছেন।

গত ১০ নভেম্বর সোয়া দু’বছর বয়সী শিশুটিকে শ্লীলতাহানির অভিযোগে আমুর বিরুদ্ধে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ওই শিশুর পিতা মো.আব্দুল হালিম। এরপর থেকেই আসামি আমু পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সকাল ১১টায় মতলব উত্তরে পশ্চিম ইসলামাবাদ গ্রামের আব্দুল হালিমের শিশু সন্তানকে (২ বছর ৩ মাস) শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি অভিযোগ আনা হয় ওই গ্রামের আমির হোসেন (৬০) ওরফে আমু বিরুদ্ধে।

ঘটনায় ওই সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। যা গ্রাম্য শালিশে একাধিকবার চেষ্টা করেও সমাধান হয়নি। উপায়ান্তর না পেয়ে শিশুর পিতা আব্দুল হালিম ১০ নভেম্বর মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং ০৩/১৩৩।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতলব উত্তর থানার এসআই মো.কামাল হোসেন বলেন, ‘মামলার চার্জশীট কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। আসামি পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।’

এদিকে মামলার বাদী ওই শিশুর পিতা আব্দুল হালিম বলেন, ‘ ৩ মাস পার হয়ে যাচ্ছে। এখনো আসামী ধরা পড়ছে না। আসামী গ্রেফতার না হওয়ায় আমার পুরো পরিবার হতাশায় ভুগছে। আমি এ মামলার ন্যায় বিচার চাই বলে তিনি জানান।’

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘আসামি আমির হোসেনকে আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছি। আশা করি শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ১০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share