মতলবে শিক্ষক সমিতির ২৯ সদস্য বিনা ভোটে নির্বাচিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতলব দক্ষিণ শাখার নির্বাচনে ২৯ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতিসহ অন্যানরা নির্বাচিত হন।

তবে বাকি পদগুলোতে আগামী ২০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে যারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দক্ষিণ দিঘলদী সপ্রাবির প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মুন্সি, সহ সভাপতি (মহিলা) ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, নাজনিন আক্তার, সহ সম্পাদক (মহিলা) সামছুন নাহার লাকি, মহিলা সম্পাদক সুইটি শিরিন, সাংগঠনিক সম্পাদক কাউছার উল্ল্যাহ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কাজল কুমার দে, ধর্ম বিষয়ক সম্পাদক শুক্কুর আলী, শিক্ষা সম্পাদক আল ইয়ামিন, সাহিত্য সম্পাদক জানিবুল হক, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নাজমুল হাসান, যোগাযোগ সম্পাদক নাছির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সামছু জামান, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু সালাম, সমবায় সম্পাদক শাহ আলম, কাব স্কাউট মো. আওলাদ হোসেন এবং কল্যাণ ট্রাস্টে মো.জাকির হোসেন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হালিম, মো.তসলিম খান, মো.ফরহাদ হোসেন, মাছুদ রেদোয়ান, হেলেনা বেগম, হাসিনা আক্তার।

তবে আগামি ২০ আগষ্ট সহ সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৬শত ১৭ জন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন বিল্লাল হোসেন পাটেয়ারী, মো.আবু বক্কর ছিদ্দিক ও মো.ফারুক হোসেন।

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
Share