মতলবে শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় ড. জালালের কৃতজ্ঞতা
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা
শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি একবার্তায় বলেন, এ বছরই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দরা শারদীয় দূর্গাপুজা উদযাপন করেছে। কোনধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৬৮ টি পূজামন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার রাত ৭ টা থেকে ৮ টার মধ্যে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা প্রত্যেকটি পূজামন্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করায় সকলকে ধন্যবাদ জানান চাঁদপুর -২ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎসবে আনন্দে উদযাপন করতে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ,আনসার, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৩ অক্টোবর ২০২৫