চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডে-কেয়ার শিক্ষা প্রতিষ্ঠান লিটল স্কলার্স একাডেমির অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল শনিবার (১১ জুন) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক যোবায়ের আহম্মেদ তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, জালাল উদ্দিন সাগর, সোহেল আহম্মেদ, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন, হামিদুল হক কাজল, জলি বেগম, শাহিনুর বেগম, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্পিতা দাস।
স্বাগত বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির পরিচালক রেদওয়ান আহমেদ জাকির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. কাওসার আলম ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দাস।
প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১১ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur