রোধ হলে শুধু মামলা নয়, ‘লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মতলব দক্ষিণে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৮্ এপ্রিল ) এ উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ¥ী রাণী দাস তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা.একেএম মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর আসমা আক্তার আঁখি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, উপাদী ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, মতলব দক্ষিণ থানার এএসআই শফিকুল ইসলাম,আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৮:৫০ পিএম,২৯ এপ্রিল ২০১৭,শুক্ররাব
এজি