Wednesday, May 06, 2015 06 May, 2015
সাইফুল ইসলাম রনি :
চাঁদপুর জেলার মতলব উত্তর, দক্ষিণ উপজেলায় দেদারছে চলছে লাইসেন্সবিহীন সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা।
প্রতিদিন দেখা যায় নাম্বার প্লেটে অন-টেস্ট, এএফআর ও আবেদনকৃত লেখা রয়েছে। আবার অনেকেরই মোটর সাইকেলের নাম্বার প্লেটে বিভিন্ন কোম্পানির নাম অথবা প্রেস লেখা থাকে। এসব চিত্র দেখা যাচ্ছে মতলব উত্তর, দক্ষিণ উপজেলার ছোট-বড় হাট-বাজারগুলোতে। উপজেলার প্রায় সবখানেই কম বেশি নাম্বারবিহীন অসংখ্য মোটর সাইকেল চলাচল করছে।
এর মধ্যে বেশীর ভাগ সরকারী, বেসরকারী ও চাকরীজীবী বিভিন্ন ঔষধ কোম্পানি, স্কুল -কলেজের শিক্ষক, কার্ডধারী নামধারী ভূয়া সাংবাদিক ও চাঁদাবাজদের মোটর সাইকেলের নিবন্ধন নাম্বার নেই।
বুধবার এক ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসারের সাথে আলাপ করলে তিনি জানান, যাতায়াতের সুবিধার্থে বেশ কিছুদিন আগে মোটর সাইকেল কিনেছি। এই পর্যন্ত কোন সমস্যা হচ্ছে না বলেই নিবন্ধন ছাড়াই চালাচ্ছি।
খোঁজ নিয়ে জানা যায়, কিছু কিছু ভূয়া সাংবাদিক সাংবাদিকের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes