মতলব উত্তর

মতলবে লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা আটক

চাঁদপুর মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা বিরোধী অভিযান চালিয়ে মোহনপুর সংলগ্ন এলাকা থেকে এমভি শাকিল-৪, এমভি সপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ আটক করেছে মতলব উত্তর কোস্টগার্ড সদস্যরা।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনা নদীতে টহলরত অবস্থায় এ জাটকা ইলিশ আটক করা হয়। অভিযানের নেতৃত্বদেন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবদুুল মালেক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এমভি শাকিল-৪, এমভি সপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ আটক করতে সক্ষম হই। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

তিনি আরো জানান, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও দুুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আবু হাসান উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,২৬ ফেব্রুয়ারি ২০২১

Share