Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে রোমান সরকার শিক্ষা বৃত্তি সংগঠনের কম্পিউটার বিতরণ
সরকার

মতলবে রোমান সরকার শিক্ষা বৃত্তি সংগঠনের কম্পিউটার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘ রোমান সরকার শিক্ষা বৃত্তি র পক্ষ থেকে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে কম্পিউটার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও কর কমিশনার রোমান সরকার আনুষ্ঠানিকভাবে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের হাতে কম্পিউটার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, রোমান সরকার শিক্ষা বৃত্তি সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরকার,শিহাব উদ্দিন পাটোয়ারী ও আইনুন নাহার কাদরী।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ সেপ্টেম্বর ২০২৪