মতলব উত্তর

মতলবে চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার প্রধান আসামী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে ঈদের দিন পীরের দরবারের আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী মো. সিরাজ দৌলাকে (৭০) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ ।

শুক্রবার (৫ আগস্ট) উপজেলা ফরাজীকান্দি থেকে তাকে গ্রেফতার করে ।

২০১৪ সালের ২৯ জুলাই ফরাজীকান্দিতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে । পরের দিন ৩০ জুলাই মতলব উত্তর থানায় হত্যা মামলা রুজু করা হয় ।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা তাজামূল হক জানান, ‘মামলার এজহারভুক্ত ১নং আসামী সিরাজ দৌলাকে ফরাজীকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে । হত্যা মামলাটি তদন্ত শেষ পর্যায়ে । ঘটনার সাক্ষ্য প্রমান পাওয়া গেছে । অচিরেই এ মামলাটি চার্জশিট আদালতে প্রেরণ করা হবে । ’

এ মামলায় ইতোপূর্বে আরো ৩জন এজহারভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। তারা হলেন, শাইখ মোকাদ্দেস, আক্তার হোসেন, হাবিব প্রধান।

মামলাটি ৩০ জুলাই ২০১৪ সালে মতলব উত্তর থানায় ৩৫ জনকে আসামী করে এজহার করা হয় ।

মামলা নং ১৭ ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৪২৭ ।

এ ব্যাপারে মামলার বাদী নিহত রফিকুল ইসলামের ভাই আবুল কাশেম মোল্লা জানান, ‘মামলায় অধিকাংশ আসামী এখনো গ্রেফতার হয়নি । যার কারনে আসামীরা আমাকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে আসছে । বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’

প্রসঙ্গত, এ হত্যাকা-ে ওই সময় ফরাজীকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে । রফিক হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

: আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ৬ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Share