মতলবে ‘যৌতুক’ দিতে ব্যর্থ হয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দিতে শাহ আলম মাস্টারের ছেলে মনজুর আলম শাহীনের স্ত্রী শাহানাজ আক্তার মনি (৩২) ‘যৌতুক’ দিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। রোববার (১০ জুলাই) সকাল ভোরে তার মেয়ে প্রভাতী আলম প্রভা (৯) তার মায়ের ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে

স্বামীর পরিবারে যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হয়ে নির্যাতন সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনেরা।

বিষয়টি মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার, উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন (পিপিএম), এসআই সঞ্জয় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

মৃতের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোনের নিকট থেকে তার স্বামী ১০ লাখ টাকা যৌতুক চায়। একপর্যায়ে আমরা ৭ লাখ টাকা দিতে রাজি হই। ওই টাকা দিতে দেরি হওয়ায় সে আমার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতো। আমার মনে হয় তারা আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

সাইফুল আরো বলেন, ‘গত ১৪ বছর আগে আমার বোনের বিবাহ হয়। কয়েক বছর পর থেকেই যৌতুকের বাহানা শুরু করে তার স্বামী। তাদের দম্পত্তি জীবনে প্রভাতী আলম প্রভা (৯) ও নোভা আক্তার (৩) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে।’

মৃত মনির শ্বাশুড়ি বলেন, ‘আমার পুত্রবধু শাহানাজ আক্তার খুব ভাল মেয়ে ছিল। তার আচার-ব্যবহারে সকলেই সন্তুষ্ট ছিল। সে এভাবে আত্মহত্যা করবে তা আমার জানা ছিলো না।’

ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সব তথ্য জানা যাবে।’

এ ব্যাপারে নিহত মনির পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতলব উত্তর করেপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ

Share