চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাইশপুর বাসির পক্ষ থেকে আজ শনিবার সকালে মতলব সেতুর টোল প্লাজায় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরোর উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী।
এসময় উপস্থিত ছিলেন ১৯৮৬ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন কামাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণের যুগ্ন সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহাসিন উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, যুবদলের নেতা জসিম মিয়াজী, মৎস্যজীবী দলের সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মাহমুদুল্লাহ বাবুল, ছাত্রদল নেতা রাজীব সরকার,সারোয়ার ফরাজি প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ জানুয়ারি ২০২৪