মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের ৫দিন পর তানভীর নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাফানিয়া নামক স্থানে গত ২৬ নভেম্বর ২০২২ ইং রোজ শনিবার সন্ধ্যায় বেড়ীবাঁধের উপর মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত ও গুরুতর আহত তানভীর ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৪ জন।

আহত তানভীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে ০২ ডিসেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, তানভীর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মোঃ নাছির উদ্দীন বেপারীর ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনিই বড়।

গত ২৬ নভেম্বর হাফানিয়া নামক স্থানে ট্রলি গাড়ি আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ জন।

নিহতরা হলেন, একই ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ সেলিম (ট্রলির হেলপার), খাগুরিয়া গ্রামের আঃ রশিদ মিয়াজীর ছেলে শান্ত (২৫), একই গ্রামের সরজান বকাউলের ছেলে মোঃ রাশেদ (২২) ও ঘটনার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা তানভীর।

তবে ৩ জন মৃত্যুর একদিন পূর্বে গত ২৫ নভেম্বর প্রায় একই সময়ে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ভাটি রসুলপুর সংলগ্ন বেড়ীবাঁধের উপর এনায়েত নগর মোঃ মাহমুদুল হাসান এর বাড়ীর গেইট পার হয়ে পূর্বদিকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত।

দুজনে’র বাড়ি উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী। তারা দুই জন হুন্ডা আরোহী সাহেব বাজার থেকে বাড়িতে আসার সময় অটো বাইক এর সাথে মূখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায়। তাদেরকে এক ভ্যান চালক অন্যান্যদের সহযোগিতায় ভ্যানে করে মতলব যাওয়ার সময় সাহেব বাজার এক গ্রাম্য চিকিৎসক কে দেখালে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয়রা বলে ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, মহসিন বেপারীর ছেলে সালাউদ্দিন (১৯) অপরজন রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন(২০)।

গত ২৩ নভেম্বর দুপুরে সম্ভুখার ব্রীজের উপরে তিন রাস্তার মোড় বেড়ীবাধঁ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় মতলব হাসপাতালে চিকিৎসাধীন আছে। গ্রাম ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ঠেটালীয়ায়। এ ব্যাপারে থানা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ নভেম্বর ২০২২

Share