প্রতীকী ছবি
চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে মোটরসাইকেল চাপায় দেলোয়ার হোসেন দেলু মিয়াজি (৬০) এক পথচারী মারা গেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দেলোয়ার হোসেন দেলু মিয়াজি পৌরসভার দশপাড়ার বাড়ি থেকে পানির ট্যাংকি চৌরাস্তা মোড়ে হেঁেট যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল (চাঁদপুর-ল-৫৯-৫৩০১) তাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন রক্তাতক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত দেলোয়ার হোসেন দেলু মিয়াজি মতলব পৌরসভার দশপাড়া এলাকার আব্দুল মিয়াজির ছেলে। এদিকে মোটরসাইকেল চালক ঘটনার পর পালিয়ে যায়। স্থানীয়রা মোটরসাইকেলটি পুলিশের কাছে তুলে দেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের বেপারে চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক, ১ মার্চ ২০২৫