মতলবে মুক্তিযোদ্ধা মোস্তাফিজকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৭০) গত ৬ মে সকাল সাড়ে ৭ টায় ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে। মৃত্যুকালে তিনি একমাত্র কণ্যা সন্তান এবং অসংখ্য আত্বীয় স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর ওনার নিজ বাড়ীতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার আগে মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান পাটোয়ারীকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত ) সুব্রত এবং পুলিশের একটি চৌকস দল।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে ওনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ৬ মে ২০২৫