চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মাহ্ফুজ ডিজিটাল সাইনের মালিক মাহফুজ মল্লিকের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়কে জড়িয়ে ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মাহফুজ ডিজিটাল সাইনের মালিক সাংবাদিক মাহ্ফুজ মল্লিক জানান, ‘মতলবের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মাহফুজ ডিজিটাল সাইন। দীর্ঘ প্রায় ২০ বছর যাবত মতলব বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু কিছু দিন থেকে আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে একটি মহল ষড়যন্ত্রের জাল পেতে বসেছে। যার ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর চাঁদপুরের স্থানীয় একটি দৈনিকসহ ফেসবুকে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। সংবাদটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়কে জড়িয়েছে এবং নেতৃবৃন্দের ছবি ছিড়ে ফ্রেম ছিনতাই করেছে বলে ষড়যন্ত্রকারীরা সংবাদ পরিবেশন করায়। কিন্তু তার সাথে আমি এবং আমার প্রতিষ্ঠান কোনোভাবে জড়িত নয় এবং এধরনের কোনো ঘটনাই ঘটেনি।’
তিনি আরো জানান, ‘ইতোমধ্যে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে এবং তারা সংশ্লিষ্ট পত্রিকাগুলোতে প্রতিবাদও পাঠিয়েছে। এ ছাড়া আমি ঘটনাটি প্রশাসনের ঊর্দ্ধতন মহলকেও জানিয়েছি। অপরদিকে আমিও এরকম মিথ্যা ঘটনা যারা রটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা শুধু আমাকেই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের মানসম্মান ক্ষুন্ন করার চেষ্টা করেছে।’
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ১৩ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ