Home / চাঁদপুর / মতলবে মাসুদ হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ
Masud-Hotta

মতলবে মাসুদ হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা দোকান কর্মচারী মাসুদ রানাকে (২৭) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ বুধবার (২৮ মার্চ) এ আদেশ দেন।

একইসঙ্গে ঘটনার শিকার পরিবারকে নগদ এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুফিয়ান আহমেদ শিশির (২২), সাইফুল ইসলাম সুজন (২৩) এবং শরীফ সরদার। এদের সবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ফতেহপুরে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণে আসামিরা একটি সোনার চেইন নিয়ে দোকান কর্মচারী মাসুদ রানার কাছে যায়। তারা চেইনটি রেখে মাসুদ রানার কাছে কিছু টাকা দাবি করে। এতে অস্বীকৃতি জানান মাসুদ রানা। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওইদিন রাতে আসামিরা মাসুদ রানাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ওই ঘটনায় নিহত মাসুদ রানার ভাই ফারুক ব্যাপারী (৩৫) থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেওয়া হলো।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. সাইদুল ইসলাম বাবু।

রায় নিয়ে প্রতিক্রিয়ায় মামলার বাদী ফারুক ব্যাপারী জানান, রায়ে তারা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর হলে তারা স্বস্তি পাবেন বলে জানান তিনি।

স্টাফ করেসপন্ডেন্ট