চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে মালবাহী ট্রলির চাপায় পৃষ্ঠ হয়ে রাফি(১৪) নামক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের প্রবাসী রফিক প্রধানের ছেলে। স্থানীয় ওটারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়,রাফি নিজ বাড়ী থেকে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে তা নষ্ট হয়ে গেলে স্থানীয় একটি গেরেজে মেরামত করতে না পেরে ওই সাইকেলটি নিয়ে বাড়ী ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির ধাক্কা লেগে নীচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৬ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur