মতলবে মাদক ব্যবসায়ী আটক

মাদক বিরোধী অভিযানে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ বুধবার (২৬ জুলাই) রাতে মাদক ব্যবসায়ী হানিফ (৫০)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় থানার সেকেন্ড অফিসার মো.ওমর ফারুক,এসআই কামাল উদ্দিন,এএসআই আনোয়ার হোসেন ও এএসআই জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক আসামীর ঘরের খাটের নিচে পলিথিনের মোড়ানো একটি প্যাকেটে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে তাকে আটক করে।

আটক গাঁজা ব্যবসায়ী হানিফ ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত জাফর আরী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে ওই রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মতলরে ওসি মো.আনোয়ারুল হক বলেন,‘মতলব উত্তরকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জিরো ট্রলারেন্স অভিযান চলছে।

এ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আদুরভিটি এলাকা থেকে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ হানিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার (২৭ জুলাই) চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।’

মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আরো জানান।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
:আপডেট, বাংলাদেশ সময় ৮:২০ পিএম,২৭ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
ডিএইচ

Share