মতলব উত্তর

মতলবে মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

মতলব উত্তর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (২ আগস্ট) এক বছরের কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম আটক ইয়াবা ডিলার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারকার্য পরিচালনা করে মো. শফিকুল ইসলাম (৪০) কে এক বছরের সাজা প্রদান করেন।

সাঁজাপ্রাপ্ত শফিকুল ইসলাম মতলব উত্তর উপজেলার দক্ষিণ তালতলী গ্রামের আহম্মদ রেজা ভুইয়ার ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানা ও পৌরসভাকে মাদক মুক্ত করার অংশ হিসাবে গত জুলাই ইয়বা ব্যবসায়ী ১। মোঃ শাহ আলম (৩৫),পিতা-সাহেব আলী,সাং-ঘনিয়ার পাড়,২। পারভেজ (৩০),পিতা-ফরহাদ হোসেন,সাং-ঠাকুরপাড়া,উভয় থানা-মতলব উত্তর,জেলা-চাঁদপুরদের আটক করিয়া ভ্রাম্যমান আাদলতে উপস্থাপন করিলে মোঃ শাহ আলমকে ২(দুই) বছরের সাজা ও পারভেজকে ৬(ছয়) মাসের সাজা প্রদান করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘আসামী শফিকুল ইসলাম অত্র থানার পূর্বাঞ্চলে র্দীর্ঘদিন ধরিয়া ইয়াবা ব্যবসা করিয়া আসিতেছিল। তাকে আটক করায় জনগন সন্তোষ প্রকাশ করেছে।’

তিনি উপজেলা ও পৌরসভাকে মাদকমুক্ত করার জন্য সমাকের সকলের সহযোগিতা কামনা করেছেন।

এম এম কামাল : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ এএম, ৩ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Share