মতলব দক্ষিণ

`মতলবে মাদক কারবারীদের শেকড় উপড়ে ফেলা হবে’

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক কারবারী, সেবনকারী ও গডফাদারদের স্থান হবেনা। মাদক কারবারীদের শেকড় উপড়ে ফেলা হবে।

মাদকবিরোধী অভিযানকালে সর্বসাধারণের উদ্দেশ্যে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ থানা এলাকায় মাদক কারবারীদের অবস্থান যেখানেই থাকুক তার শিকড় উপড়ে ফেলা হবে।

মাদকের সাথে জড়িত যত বড় ক্ষমতাধর ব্যাক্তিই থাকুক কোন প্রকার ছাড় দেয়া হবেনা। সকলে আন্তরিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্নভাবে সহযোগীতা করলে ইনশাআল্লাহ আগামী দুই এক মাসের মধ্যেই মতলব দক্ষিণ উপজেলাকে মাদক মুক্ত এলাকা ঘোষনা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক যেভাবে যুব সমাজকে গ্রাস করে ফেলেছে তা থেকে পরিত্রান পেতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতলব দক্ষিণ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক বিরোধী অভিযান করছেন তিনি।
তারমধ্যে মতলব পৌরসভা সদরের রুবেল ওরফে পল্টি রুবেল, নায়েরগাঁয়ের শাহিন ওরফে পাঠা শাহিন, শামীম, খালেকসহ নারায়ণপুর, মুন্সিরহাট, উপাদী দক্ষিণ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান করেছেন তিনি।

অভিযানে কুমিল্লার ব্রাক্ষনবাড়িয়া এলাকার মোবারক হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে ৮ পিস ইয়াবাসহ মতলবে একটি বেকারী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক

Share