মতলবে মতিউর রহমান স্মৃতি টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতিউর রহমান স্মৃতি টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টায় কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আল-আমিন ক্রীড়া চক্রের আয়োজনে মতিউর রহমান স্মৃতি টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল। মতিউর রহমান স্মৃতি টুর্ণামেন্ট কমিটির আহবায়ক দেওয়ান মোঃ সুরুজের সভাপতিত্বে ও সদস্য সচীব মোজাম্মেল হক খোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আক্তারুজ্জামান খান, কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলের সভাপতি আব্দুল কাইউম খান,সাধারণ সম্পাদক ও মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান।
আলোচনা শেষে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অতিথিবৃন্দকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৮ জানুয়ািরি ২০২৬