চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
১৫ জুলাই বুধবার দুপুরে জনসাধারণের মাস্ক না পরা,সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি না মানায় সাত জনকে ২ হাজার ৩শ’৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায়, বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর (মাস্ক ব্যবহার) শতভাগ নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালিত হয়।
উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে।ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরী। আজ মাস্ক না পরা,সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ সরকারী নির্দেশনা অমান্য করায় সাত জনকে জরিমানা করা হয়েছে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৫ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur