মতলবে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার ২৩ জানুয়ারি মতলব বাজারে ২হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৮২ সালের দি স্ট্যান্ডার্ড ওয়েটস এ্যান্ড মেজার্জি অডিনেন্সের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ সময় নোমান আহমেদের মুদি দোকানে ৫ শত টাকা, অজয় ঘোষের মুদি দোকানে (অজয় স্টোর) ১হাজার টাকা, সুব্রত ঘোষের মুদি দোকানে (তুষার স্টোর) শত টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএসটিআই ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ থানার এএসআই নুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বিভিন্ন দোকানে গিয়ে দোকানদারকে ওজনবিহীন মালামাল, তারিখবিহীন মালামাল না রাখার জন্য বলেন। এ ধরনের মালামাল রাখলে জেল ও জরিমানা হতে পারে বলে জানান।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস [/author]

||আপডেট: ০৮:০৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০১৬, বুধবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share