মতলব দক্ষিণ

মতলবে ভেজালবিরোধী অভিযানে ১৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ক’টি বাজারে মঙ্গরবার (৪ অক্টোবর) ভেজাল বিরোধী অভিযানে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার ৭শ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমা আদালত।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

শিশুর খাদ্য পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকার দায়ে মুদি ও কসমেটিকস দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।

এর মধ্যে বোরহান উদ্দিনের দোকানে ২ হাজার টাকা, ইয়াছিন হাজারীর দোকানে ১ হাজার ৫শ টাকা, সাব্বিরের দোকানে ১ হাজার টাকা, তুহিনের দোকানে ১ হাজার টাকা, অমরের দোকানে ১ হাজার টাকা, কৃষ্ণ চন্দ্রের দোকানে ১ হাজার টাকা, আহম্মদ আলীর দোকানে ১ হাজার টাকা, কৃষ্ণ ভান্ডারের দোকানে ১ হাজার ৫শ টাকা, অজয় ঘোষের দোকানে ৭শ টাকা, বিপুল সাহা’র দোকানে ৫শ টাকা, কালামের দোকানে ১ হাজার টাকা, ফজলুল করিমের দোকানে ১ হাজার টাকা, জাহাঙ্গীর মৃধা’র দোকানে ৩ হাজার টাকা, শামীম মিয়ার দোকানে ৫শ টাকা, মোস্তাফিজুর রহমানের দোকানে ৫শ টাকা, ফয়েজ আহম্মেদের দোকানে ১ হাজার ৫শ টাকা, মোতালেবের দোকানে ১ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share