বিয়ে করেই হাজত বাস করলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলঅ এক যুবক। সে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস ছাত্তার খন্দকারের ছেলে শাখাওয়াত হোসেন ।
শাখাওয়াত প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করায় ওই স্ত্রীর অভিযোগে শাখাওয়াত হোসেনকে আটক করে মতলব দক্ষিণ থানা পুলিশ।
পরে উভয় পক্ষের সমঝোতায় আটকের ১২ ঘন্টা পর সে মুক্তি পায়।
ইউনিয়নের পয়ালী গ্রামে সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পয়ালী গ্রামের আ. ছাত্তার মেম্বারের ছেলে শাখাওয়াত হোসেন খন্দকার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের হত দরিদ্র দিন মজুরের কন্যা স্বপ্না আক্তারকে বিগত ২০১৪ সালে আনুষ্ঠাণিকভাবে বিয়ে করে। বিয়ের কয়েক বছর তাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে অতিবাহিত হলেও গত ১ বছর ধরে উভয়ের মধ্যে মত বিরোধের সৃষ্টি হয়।
হঠাৎ গত ১ জানুয়ারি তার স্বামী শাখাওয়াত হোসেন তাকে না জানিয়ে উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে ছালমা আক্তারকে বিয়ে করে।
সংবাদটি স্বপ্না পাওয়ার সাথে সাথেই মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা স্বপ্নার স্বামী শাখাওয়াত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে উভয় পক্ষের সমঝোতায় প্রায় ১২ ঘন্টা হাজত বাসের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রথম স্ত্রী স্বপ্না আক্তার জানান, ‘শাখাওয়াত আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করি।’
এ ঘটনার সাথে তার বাবা (শ্বশুর) সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার এস.আই মোস্তফা জানান, ‘স্বপ্নার অভিযোগের ভিত্তিতে শাখাওয়াতকে আটক করা হয়। পরে বাদী ও বিবাদীর সমঝোতার ভিত্তিতে তাকে ছেড়ে দেয়া হয়।’
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ