চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজ পোলট্রি ফার্মে মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামসেদ বেপারী (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জামসেদ গত ১৭ দিন আগে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের মোঃ কাবিল বেপারীর মেয়ের সাথে বিবাহ বন্ধুনে আবদ্ধ হন। বিয়ে ১৮ দিনের মাথায় তার এই মর্মান্তিক মৃত্যুতে তার নববধুসহ তাদের পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে।
৯ এপ্রিল শনিবার বিকেল ২টার দিকে উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জামসেদ বেপারী ৫নং দূর্গাপুর ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর বেপারীর রড় ছেলে। জামসেদ ২ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়।
খবর পেয়ে রাত সাড়ে ৭টার সময় মতলব উত্তর থানার এসআই মোঃ আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল ২টার সময় নিহত জামসেদ তার পোলট্রিফার্মের মুরগীদের খাবার দিতে মটর চাুলকরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে চাচীর চিৎকারে তার বোন ছুটে এসে মেইন সুইস অফ করে তাকে উদ্ধার করেন।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল ৩ টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur