মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার উজ্জ্বল তালুকদারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার শাহপুর বাজারে ১০/১৫ জনের একটি দল তাকে বেধর মারধর করে।
বর্তমানে তিনি মতলব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত উজ্জল বলেন, আমি শাহপুর দরবার শরীফের খাদেম মাহবুব এর কাছে পাওনা টাকা আনতে যাই। তাকে না পেয়ে ঠিকাদারী কাজে শ্রমিকদের মজুরী দিতে যাওয়ার পথে বাজারে অবস্থান করা সোহাগ, আলমাস, ইউসূফ, হালিম, শাকিল ও ঢালীমসহ আরো কয়েক জন আমার পথরোধ করে এবং আমার কাছে চাঁদা দাবী করে। ওই সময় সোহাগ বলে, “তোরে না বলছি টাকা দিয়া বাজারে আসবি না”। এ কথা বলার সাথে সাথে তারা অর্তকিত হামলা চালায় এবং আমার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, গত ২২ এপ্রিল শাহপুর বাজারে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দোকান-পাট ভাংচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে নব-নির্বাচিত মেম্বারের উপর হামলা হামলা হয়েছে বলে তারা জানান।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কুতুব উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাপশন: মতলব স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন নব-নির্বাচিত মেম্বার উজ্জল তালুকদার।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট ১০:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ